জীবন তমসা ধীরে বয়ে বাঁধা বাসা
ধীরে ধীরে হয়ে যায় সকলি দুরাশা,
মাকড়সা বুনে জাল ধরা থাকে হাল
চালাক চতুর, ফাঁদে পড়লে নাকাল।
জোয়ার ভাটার টান জীবন বেলায়
পার হয় দিনগুলো হেলায় ফেলায়
সময়ের অভাবে না দেখার স্বভাবে
হেসে ভেসে চলে যায় অশুভ প্রভাবে।
জীবনের শতদলে ছড়াবে কিরণ
বিকশিত ফুটে থাকা অমূল্য হিরণ,
হিরণ কিরণে দীপ্ত আমরা মানুষ
অবুঝের মতো চলে সহসা বেহুঁশ।


প্রদীপক প্রদীপের প্রদীপ্ত স্বভাব
আলো দানে গরবিত দেখে না অভাব
দেয়ার আনন্দে থাকে, পরিতুষ্টি তৃপ্তি
মনের যোগান দেয়া অভাবিত প্রাপ্তি।
আলোকিত প্রজ্জলনে তার পরিতৃপ্তি
অবশেষে হতে থাকে নিজ অব-লুপ্তি
প্রদানে প্রভূত শান্তি দূরে যায় শ্রান্তি
জীবন খোরাক পায় কাটে ভুল ভ্রান্তি।
আলো পেয়ে আলোকিত পাশের মানুষ
ভুল ভেঙ্গে যদি তার ফিরে আসে হুস।
জীবনের পথে আসে ছুটে চলা গতি
পার হয়ে যেতে পারে অশুভ বিরতি।