ঝরেপড়া ফুল একাকী আকুল আঁধার রাতে
      অপেক্ষায় বসে কবরীর আশে পরাবে তাতে
            অবাধ্য নয়ন দেখবে তখন
      ভাগ্যের লিখন মাথায় এখন
পাবে কি শোভা খোঁপার প্রভা অজ্ঞাত প্রাতে।


চলমান পথে জড়তার সাথে পথচারিণী
      চঞ্চল চরণে চকিত চাহনি মন-মোহিনী
            সুরভির ফোঁটা ধীর পায়ে ছোটা
      চোখে পড়ে ফোঁটা ফুল গোটা গোটা
তুলে নিয়ে নিজে করবীতে গুঁজে মনোহরিনী।


গরবের সাথে ঘুরে পথে পথে খোঁপার প্রভা
      শত ফুল মাঝে খোঁপায় বিরাজে পেয়েছে শোভা
            দেখে ঘুরে ঘুরে পুলকিত সুরে
      ঝরেছে অঙ্কুরে ঝুলছে চিকুরে
শোভিত রাজীব খুশিতে অতীব সুন্দরী রম্ভা।


কোথা থেকে এসে এই সুখবাসে সজ্জিত কেশ
      মাটিতে পড়াতে পেরেছে জড়াতে লাগছে বেশ
            নিয়তির দোলা আশির্বাদে তোলা
      মাথার শোভায় যায় না তো ভোলা
কবরী উপরে দৃষ্টি কেড়ে করে মনোনিবেশ।


শব্দ টিকা: রাজীব ~পদ্ম(কবিতায় ফুল), রম্ভা~অপ্সরাবিশেষ