কিছু পাপকে পাপ বললে বুঝি পাপই লজ্জা পাবে
      কিছু অন্যায় কে অন্যায় বললে অন্যায় হয়ে যাবে,
            মিথ্যা কথা সত্যি হয়ে যায়
      আজব! কিছু বলা অন্যায়,
সব সত্যি প্রতিষ্ঠিত হলে বুঝি মানবতা হারাবে।


মতবাদ প্রচলন হয় কিছু মানবিক ইচ্ছায়
      সেখানে চতুরতায় চালায় স্বার্থসিদ্ধির উপায়
            নিপিড়ণের অনন্য খেলা
      বুঝে নিতে কেটে যায় বেলা,
তন্ত্রের পাটাতনে সুখের ভেলায় দিন কাটায়।


ভাগীদার নাই তার চ্যালারা অনুগামী অনুচর
      লেজে লেজ জুড়ে চলাচল পরস্বহরণে তৎপর
            জবাবদিহি নহে কেহ আর
      পরিপাক শক্তি বর্ধকতার,
সন্তর্পণে শনৈশ্চরের এমনি হরিলুট সচারচর