বাবার স্নেহ বলে থাকে কেহ কভু পড়ে না মনে
মায়ের আদর জীবন চাদর থাকে সারাটি ক্ষণে।
ফেলেছি হারিয়ে রয়েছি দাড়িয়ে পথের এক পাশে
চঞ্চল চোখে তরল পলকে সহমর্মীতা আশে।
বলতে চেয়েছি মাকে হারিয়েছি কেউ শুনেনি কথা
পথে অহেতুক ভেবেছে ভিক্ষুক ডেকে যাই অযথা।
দেখেও দেখেনা চাহনি অচেনা ফুরিয়ে যায় আশা
মানুষের মাঝে বহুরূপী সাজে জানিনে তার ভাষা।
অক্ষম চলতে পারিনি বলতে একাকী বসে থেকে
অসহায় দিন ভীষণ কঠিন বলিনি কভু ডেকে।
কুকুরটা এসে বসে যায় পাশে কেড়ে নেয় আদর
নিঃসঙ্গ উপাংশু অসহায় পশু বুঝে যায় কদর।
হয়ে অসহায় দিন চলে যায় নাই সহযোগিতা
জীবন্ত মরায় তপ্ত খরায় কোথা সহমর্মীতা।
চাইনি তো ভিক্ষা করছে উপেক্ষা নরত্ব কেঁদে মরে
সজল নয়নে ব্যথা ভরা মনে মানবতার তরে।
দেখে রাখ তুমি দুনিয়ার ভুমি অসম মূল্যায়ন
মানুষের মাঝে অমানুষ সাজে বন্ধ সব নয়ন।
কাজের মর্যাদা দিও সর্বদা সমান সব নয়
যতটুকু পারি নিজ হাতে করি কাজে করিনি ভয়।
একমাত্র মা পিছিয়ে থাকে না সব ক্ষেত্রে সমান
উৎসাহ দেয় কষ্ট কাঁধে নেয় মা-যে তার প্রমাণ।
হারিয়েছি বটে খূঁজছে মা ছুটে ঠিকই খুঁজে পাবে
মানুষের ঝাঁকে খুঁজে ঘুরপাকে মানবতা অভাবে।


"সহমর্মীতার সংবেদন"