আমার দেশের মাটি হৃদয় ভেজা মাটি
     থরে থরে সাজানো গোছানো পরিপাটি
          সোনালী আঁশে সোনা ঝরা ধানের আঁটি
               থোকা থোকা মেঘের ধবল দুধের বাটি।


সেথা গোধূলির বেশে সোনা ঝরে হেসে
     নীল দিগন্ত সবুজের সাথে গিয়ে মেশে
          নয়ন জুড়ানো দেখে যাও গো হেথা এসে
               ধন্য হয়েছি  সকলেই  দেশ ভালোবেসে।


বুকেতে জড়িয়ে শুয়ে থাকা সোনার দেশ
     মাটিতে গড়িয়ে গড়িয়ে সোনা মাখা বেশ
         প্রাণ খোলা  হাসি জড়ানো  মুগ্ধতার রেশ
             জীবন দিয়েও হবে না ভালোবাসার শেষ।


এই মাটিতে ঝরা ফুল কত গড়াগড়ি যায়
     শিশু কিশোর এই মাটিতে লুটোপুটি খায়
         গাঁয়ের বধুরা তৃপ্তিতে নদীর ঘাটে তে নায়
              অন্তর  সদা মন্ত্রমুগ্ধ এই মাটি পানে ধায়।
#reza  ১২/১০-২০১৯