ধীরে ধীরে যায় দিন পার হয়
          উত্থান পতনে কতো ক্ষতি হয়
    তবুও সামনে চলি,
নদী নালা বিল বাসন্তী সলীল
          সবুজ শ্যামল দেশের দলিল
    মন খুলে কথা বলি।
দিকে দিকে জানি কাদের বাহিনী
          অজ পাড়াগাঁয়ে তার জয়ধ্বনি
    মুক্তিযুদ্ধ চলাকালে,
মুক্ত করা প্রাণ সঠিক সম্মান
          পায়নি বাহিনী যথাযথ মান
    কেবা কার কথা বলে।
স্বীকার করে না বহু কুলাঙ্গার
          আমাদের বর শেখ মুজিবর
    কতো বড় ষড়যন্ত্র,
গেয়েছিল গান বাজি রেখে প্রাণ
          ছিলেন শেখ মুজিবুর রহমান
    মুক্তিযুদ্ধে মূলমন্ত্র।
স্বাধীনতাকামী সকল বাঙালি
          মন মাঝে ছিল একটাই বুলি
    সেসব আজ ভুলছি,
অনন্য কৌশলে যায় রসাতলে
          দেশের সম্পদ নানা ছলেবলে
    নিজ পকেটে তুলছি।
আর নয় কথা এই স্বাধীনতা
          চৌর্যবৃত্তি আর এবং নৈতিকতা
    চোখের সামনে ঘটে,
পুকুর চুরির ইজারা নিয়েছে
          পিঠ চাপড়ানো বাহবা দিয়েছে
    স্বাধীন হয়েছে বটে।