সৃষ্টির আড়ালে চুপচাপ দাড়ালে
ভরে মন ভরে আঁখি
তোমার সান্নিধ্য একান্ত আরাধ্য
পরাণের মাঝে রাখি।


নিখুঁত সৃষ্টিতে মনের দৃষ্টিতে
চাই দেখা বারে বার
আরাধ্য আরাধনা মনের যন্ত্রণা
অপরাধে একাকার।


জীবনের বিধান অপরূপ আধান
খতিয়ে দেখিনি কভু
তোমার অভিমুখে চিত্ত উন্মুখ
করো না বিমুখ প্রভু।


আপন বিমোচনে এই অনুশোচনা
ভাবনা সহসা শত
মূঢ় অকিঞ্চন করেছি প্রবঞ্চন
ক্ষমা চাহি অবিরত।


ক্ষমার দুয়ার খোলা অনিবার
দয়ায় আশ্রয় চাই
জীবন পরাণ উৎসর্গে আকৃষ্যমাণ
তুমি বিনা কিছু নাই।