ফুরফুরে মৃদু বায়, মন পড়ে রয়
অজানায়। ঢেউ খেলা পাকা ধান শীষে
ঝনঝন স্বন, প্রাণে যেন বান বয়,
তালে তালে সেই সাথে মন যায় মিশে।
ধান পাটে সোনা ঝরা সোনালী আঁশের
জীবনাঙ্গন আমার। বিচিত্র বলয়
সবুজের সমারোহে প্রতীতি, দেশের
ধুলা, চূর্ণ রেণু কতো শান্তির আলয়।


বুক ভরা আশা নিয়ে মনের অত্যন্ত
বাসনা। লাল সবুজ জড়িয়ে, বুকের
মাঝে অদম্য অনুক্ত প্রদাহ, অনন্ত
কালের উদ্দীপনায় হয়েছে সুখের।
নিজ মাথাটি মাটির বুকে রেখে শান্তি,
এমন পাওয়ায় দূর করি শত ক্লান্তি।


মিলবিন্যাসঃঃকখকখঃগখগখঃঃঙচঙচঃছছ