ধান বাগানের দেশ সোনার মাটির দেশ
পরান জুড়ানো রেশ সে আমার বাংলাদেশ।
দোয়েল কোয়েল ডাকা শীতল ছায়ায় ঢাকা
রঙিন হৃদয়ে আঁকা বাংলাদেশের পতাকা।
ঝিনুক কুড়িয়ে ছুটা পদতলে খড় কুটা
কুঞ্জলে সন্তোষ মেটা বাংলা সোনার দেশটা।


রাঙা আলপনা ঢাকা শান্তির কুটিরে থাকা
মেঠোপথে আঁকাবাঁকা শিশিরে ভিজিয়ে রাখা।
শ্রাবণ মেঘের ডাকে রুপালি নদীর বাঁকে
বুনো হাঁস ঝাঁকে ঝাঁকে দেশটি হৃদয়ে আঁকে।
জোনাকির আলো জ্বলা গুনগুন গানে বলা
প্রাণের উল্লাসে চলা আমাদের প্রিয় বাংলা।


পর্ণ কুটিরের ধারে রাখালের ধেনু চরে
খেয়া ঘাট পারাপারে উড়ে যেতে ইচ্ছে করে।
নামান্তরে দেশান্তরে বাংলা মনের ভিতরে
নিষ্কলঙ্ক দিগন্তরে  বাংলার শুভ্র প্রান্তরে।
ভালোলাগা দেশটিরে ভালোবেসে যাব মরে
ভালোবাসা বাংলারে ভালোবাসি অকাতরে।
       ( কুঞ্জল>পান্তা ভাতের পানি )