স্বপ্নীল আকাশে আঁখি খুলে
ঝিরিঝিরি আলেয়ায় হেলে দুলে
ভাবনায় মন আজ উড়ে যায়
তারে খুঁজে কেউ আর নাহি পায়।
পলাতক মন ছুটে অজানায়
লুকোচুরি খেলাতে হয়ে তন্ময়।
চুপচাপ নিজেকে খুঁজে ফিরি
মেঘ খসে ঝরে জল ঝিরিঝিরি
ভোলা মন করে শুধু বাবুগিরি।
উড়ন্ত ভাবনায় আনচান অজানায়
উদলা চত্বরে কোথায় হারায়
ধূসর গোধূলির বালুকা বেলায়
সুর করা ফুল ঝরা জীবন বেলায়।
সব ভুলে তৃণমূলে কেটেছে একাকী
কিছু দিন পার হয় অসহ্য নারকী
কন্টকময় কিছু ক্ষণ যেন বল্লকী
মিটি মিটি জ্বলে জীবনের জোনাকি।