মরু পথে গেলে বিপদ সমূলে
চোখে পড়ে মরিচিকা
চারিদিকে বালু পুড়ে যায় তালু
ভেঙ্গে যায় অহমিকা।
এইতো জীবন মরুর মতন
কুল কিনারা বর্জিত
অকুল পাথার সুমুখে আঁধার
সহসা হয় নির্জিত।
ব্যাকুল চলনে চপল দোলনে
পড়ে না স্বস্তির শ্বাস
প্রচলনে তার হয় দরকার
সঠিক কর্মে বিশ্বাস।
বালু আর বালু উঁচু নিচু ঢালু
দিগন্ত বিস্তৃত ঢিবি
বালুর ওপারে পানি যেন ঝরে
মনে হয় আজগুবি।
জীবনের পথে ব্যর্থ মনোরথে
ন্যায় পরিহার করে
চরিত্র বিনাশে নিজ সর্বনাশ
সততা অভাবে মরে।