কিষানেরা বাড়ি ফিরে মাঠে ঘাটে খেটে
ছোট সেই গ্রামটিকে দেখি হেটে হেটে।
ঘামে ভেজা দেহগুলি ধুলা বালি মাখা
মেঠো পথে ঘুরে ফিরে যায় সব দেখা।


গ্রামে বাস হাল চাষ ছোট খাটো ভিটা
চলাফেরা সাদাসিধা খায় আধপেটা।
অভাবী সংসারে সারা মৌসুমে প্রান্তরে
প্রাণ দিয়ে খেটে মরে প্রত্যাশা অন্তরে।


গরিবের হাল ছিঁড়ে যায় পাল দৈন্যে
দেখেও দেখে না কেহ চেতনা চৈতন্যে।
ফসল ফলানো চেষ্টা অনেক নৈপুণ্যে
ব্যর্থতা কামনা নহে  শ্রমের কার্পণ্যে।


অভাবের হাত ধরে দরিদ্র সংসারে
দিন রাত পার করে ক্ষুধার বাহারে।
অভাবের তাড়নায় ক্লিষ্ট বিড়ম্বনায়
ধৈর্য হারা হয়ে যায় মন বেদনায়।


কৃষানের হালচাল দেখি আজকাল
জীবন হয় নাকাল, আর কতকাল।
ধুঁকে ধুঁকে পার করে অনাহারে দিন
গরিবের স্বপ্ন আর হলো না রঙিন।


  #reza  ২০/১১-২০২০, সুইডেন