ভুল করে ভাবে বসে আজ পোড়া মন
কোথা যেন হারিয়েছে নিজের যৌবন।
ভাবা-ভাবি দিন ক্ষণ পার করে আজি
মধুময়   যৌবনের  রুপ  রসে  সাজি।


বসন্ত   বাউরি   হয়ে  উড়ে  চলা  মন
দিগন্ত পেরিয়ে খোঁজা  সুখের যৌবন।
দুরন্ত   সেই   ছুটন্ত   মনোরম   বেলা
কাটাছেড়া   সুখময়  যৌবনের  মেলা।


শাসনের বেড়াজালে  খোলামেলা মন
পর্দার আড়ালে থাকা হারানো যৌবন।
পটেতে  হেলিয়া  রবি জ্ঞান দান করে
অনুপলের  ভ্রান্তিতে  খেদ  হয়  পরে।

পাগলের   মতো  ধেয়ে অসহায়  মন
ভুলে ছিলো মোহবশে মাতাল যৌবন।
আপনার  ভালো কিছু  বোঝেনি তখন
ভুল পথে  পার  হলো  অমূল্য জীবন।


সময়ের  সাথে  সাথে  বুঝে নাই মন
উচ্ছৃঙ্খল   দৃষ্টান্তের   উচ্ছল যৌবন।
অনুতাপ   ছুঁয়ে  যায়  পড়ন্ত   বেলায়
অমূল্য  যৌবন জ্বালা কাটিল হেলায়।


কালের প্রবাহে যবে ভাসানো জীবন
আক্ষেপ বিষাদ ক্লেশে ধায় অনুক্ষণ।
অন্তর্বেদনা   যন্ত্রণা   নিদারুণ  পীড়া,
কুড়ে কুড়ে খেয়ে যায় ভয় ভীতি ব্রীড়া।