বারেক দাঁড়ায়ে দেখি সুমুখে এখন
কত পথ পার করে আসিবে সমন।
বিচার বিধান দেখে পথচলা শুরু
আচম্বিতে করে শুধু বুকে দুরুদুরু।


চকচকে ঝকঝকে পথের দুপাশে
আদর আপ্যায়নের ডাক ভেসে আসে।
জীবনের সুখ যেন রয়েছে যতনে
চোখ মেলে দেখি নাই যাবো নিপতনে।


মূল পথ ছেড়ে গেছি আদরের আশে
সুমুখে যাবার পথ নাই যেন পাশে।
সহজাত প্রবণতা পিছুটান নাই
বুদ হয়ে বসে থেকে শুধু দেখে যাই।


আচমকা বোধোদয় যদি নাহি হয়
সহজেই পড়ে রবো এই পথটায়।
মুক্তির আড়াল করা চাকচিক্য থেকে
ক্ষতিকর সব কিছু দেই দূরে রেখে।