নিয়ে অবসর ছেড়ে যাব ঘর
দুদিন আগে পরে
থেকে যাবে সব এতো কলরব
এখানে খেলাঘরে।
রোল পড়ে রবে দুদিনের ভবে
রবে না পিছুটান
দুনিয়া সাজাই করি নাই নাই
থেকে অনব-ধান।
চাকচিক্যে ভরা এমন দোহারা
জীবন চারিদিকে
ভয় হয় ভেবে সাথে কে কি নেবে
ভাবনা হয় ফিকে।
জীবনের দিন করেছে রঙিন
তারপর কি হবে
হাহাকার করে আফসোসে মরে
দুদিনের এ ভবে।
সাধ জাগে ভবে সাথে নিয়ে যাবে
এসব ঔজ্জ্বল্য
দিন পার হয় সাথে কিছু নয়
করমে দৌর্বল্য।