মন দর্পণ


দিনের আঁচড় দেয়া মন আঙিনায়
      প্রভাব বিস্তার করা নানা ভাবনায়
            সঞ্চালন দোটানায়
      আস্ফালন মুছে যায়
খুঁজি কে আছে কোথায় পড়ন্ত বেলায়।


যতনে গড়া জীবন অনন্ত দোলন
      যথাযথ করি নাই লালন পালন,
            নিয়ত অনুশীলন
      ভুল পথে আস্ফালন
ভ্রান্তিতে পরিচালিত চলন বলন।


নিয়তির পরিহাস নিজ সর্বনাশ
      সুদীর্ঘ জীবনে হয় নাই অবকাশ,
            করিনি কভু তল্লাশ
      নিশ্চিন্ত নিজ বিনাশ,
ভাবনার আবরণে শুধু হা হুতাশ।


আশাহত নই কভু দয়াময় প্রভু
      জীবন প্রদীপ হয়ে এলো নিভু নিভু,
            আপনার পানে চাহি
      করে যাই ত্রাহি ত্রাহি,
পীড়িত মনে থাকি না যেনো ভুলে কভু।


প্রতিশ্রুতি দিয়ে এসে হেন পরিবেশে
      আশা বেঁধে থাকি বসে শুধু ভালোবেসে,
             করুণা বৃষ্টির আশা
      অকৃত্রিম ভালবাসা,
ভালোবেসে যেতে চাই প্রতিটি নিমেষে।