কবিতার রুগ্ন ঘর পড়ে যাচ্ছে চর
ব্যস্ততা ভর করেছে নিজের উপর
ঘুরপাক খেতে খেতে হয়েছে খবর
অসহ্য চাপে রয়েছে মনের চত্বর।
মনের গহ্বরে জ্বলে কবিতার আলো
ব্যস্ততায় মুখরিত পরিবেশ কালো
জীবনাঙ্গনে সময় ঘোরালো প্যাঁচালো
আলো-আঁধারির মাঝে থাকা চাই ভালো।
বার বার পড়া লাগে বুঝতে কবিতা
মনের মাধুরী মাখা কবির দুহিতা
কবিতা হয়ে উঠুক কবির অস্মিতা
স্বীকার করি আপন অনুপ-যোগিতা।
কবিতার অবয়বে কি যেনো লুকানো
থাকে চেতনা জাগানো গোপনে তাকানো।