কোঁকড়ানো বেদনায় ক্লিষ্ট ক্লেশে কাঁদে
মন, হারিয়ে স্বজন। আশ্রিত ভুবন
কি জানি হবে কেমন আগত জীবন,
অসহায় হয়ে বুঝি পড়ে যায় ফাঁদে।
কারো সাড়া নেই, সেই করুণ নিনাদে।
দৈব দুর্বিপাক পিছু করিছে ধাবন,
অবলম্বন বিচূর্ণ। সেথা আস্ফালন
নিষ্প্রয়োজন, বিপন্ন হবে অপবাদে।


ভেজা ভেজা আঁখি দুটি ভয় ভরা মনে
অসহায় ঘুরে ফিরে আশ্রয়ের খোঁজে।
বিপন্ন জীবনে সবি লন্ডভন্ড হয়ে
নিষ্করুণ মনে হয় প্রতি ক্ষণে ক্ষণে।
ভাগ্যলিপি আঁকা বুঝি কপালের ভাঁজে
অতলে হারিয়ে তার শেষ হবে লয়ে।


       (পেত্রার্কীয় সনেট)
মিলবিন্যাস::কখখক:কখখক::গঘঙগঘঙ