মধুর এই হাসির আড়ালে লুকিয়ে
রেখেছো, গাঢ় বেদনা বিধুর হৃদয়
নিংড়ানো নির্মম কষ্ট। এমন শুকিয়ে
যাওয়া অন্তরে, শুধু যেন অভিনয়।
জগতে সুখ শান্তির প্রাপ্তি, বোঝানোর
মনন যাতনা, হাসি কান্না একসাথে
প্রতিভাত হয়ে যায়। তীক্ষ্ণ আপামর
দৃষ্টিতে ইঙ্গিতময় সে অনুভূতিতে।


স্বীয় কথা বলে নাহি যাও, অনুভবে
শুধু বুঝে নিতে হয় কি বলিতে চাও।
যুগ যুগ ধরে কত শত অনুরাগে
সুখ কষ্ট হাসিমাখা দৃষ্টিতে জানাও।
দুঃখ সুখের প্রতীক তোমার দৃষ্টিতে
হাসি কান্না একসাথে,শালীন সৃষ্টিতে।