শির উঁচিয়ে চলতে হবে ভয় পেলে তো চলবে না
মুখ লুকিয়ে থাকলে পরে উঠে দাঁড়াতে বলবে না,
বুকের মাঝে মুখের কথা বলতে হবে মুখ ফুটে
জুলুম থেকে বাঁচতে হলে আপত্তি তুলে যাও ছুটে।
ন্যায়ের কথা বলতে যেয়ে পিছপা হলে চলবে না
সবাই যদি পিছনে হাটে কেমন করে বলবে তা,
একা হলেও রুখতে হবে থামবে না তো অপবাদে
দেখলে তবে আসবে সবে তেজের সাথে প্রতিবাদে।
সঠিক পথে চলতে গেলে অনেক বাধা আসে যায়
ভালো খারাপ বিচার করে ঠিক পথটি খুঁজে পায়,
চলার পথে খারাপ দিকে নজর দিলে ক্ষতি হয়
বিচার বুদ্ধি সজাগ রেখে সামনে গেলে নাই ভয়।
বাধা বিপদ আসলে পরে সাহস নিয়ে পার হবে
কাঁধ মিলিয়ে সবার সাথে এক হৃদয়ে যাবে সবে,
আসুক যত কঠিন বাঁধা পেরিয়ে যাবে একসাথে
সবাই মিলে মরণ-পনে রুখবো সবে শক্ত হাতে।
সত্য কঠিন ন্যায়ের পথে থাকে অনেক মরীচিকা
সুমুখ পানে এগিয়ে যেতে আসতে পারে কুজ্ঝটিকা,
ছল চাতুরী সহসা করে ভুল হয়েছে বলে মরে
ভুলের গচ্চা তারাই দিবে যারা এমন ভুল করে।
চতুর লোকের মধুর কথা থাকে সঠতা সবখানে
পাজি লোকের ইতর কর্ম বোঝা যায় তা অনুমানে,
সততা কর্মে মানব ধর্মে ছায়া ফেলুক সব কাজে
সুখ আবেশে শ্রান্তি উল্লাসে কাটবে সুখের আমেজে।