মেঠো পথে হাঁটা ছোট কুটোকাটা
     খালি পায়ে খোঁচা দেয়
কাঁটার আঘাতে  পায়ে চলা পথে
     কষ্ট মাথা পেতে নেয়।
গরিব রাখাল    পেটের আকাল
     ছোটা ছুটি নিয়ে থাকে
গাঁয়ের বাড়িতে  মাটির হাড়িতে
     নাস্তা খেতে যবে ডাকে।
খুশি মনে যায়    নিজ  আঙিনায়
     ক্লান্তি অবসাদ নিয়ে
যত টুকু পায়    আধপেটা খায়
     জঠর জ্বালা মিটিয়ে।
গাঁয়ে এই হাল    শুধুই আকাল
     সারাটি বছর জুড়ে
কষ্ট মুছে ফেলে সকালে বিকালে
     চাষ করে মাটি খুঁড়ে।
ফসল  ফলায়    মৌসুমে যা পায়
     বছর যায় না তাতে
মাঠে এতো খাটে অনাহারে কাটে
     প্রতিটি দিনে বা রাতে।
গাঁয়ের জীবন  জানে কত জন
      অনটন ভূরি ভূরি
কি করবে আজ   এই সব কাজ
      করে গেছে পূর্বসূরি।
ভিটেমাটি খানা  নিজের ঠিকানা
     তাই নিয়ে পড়ে আছে
গাঁয়ে বসবাস    নিজস্ব আবাস
    ভালো লাগে তার কাছে।


#reza ২৪/১১-২০২০, সুইডেন