পায়ে চলা সেই পথ
ছিল কত মেঠো পথ
      সারা দেশ ঘিরে,
          বদলেছে দিনকাল
অতীতের হালচাল
      মুছে গেছে ধীরে।


          শুকিয়েছে খাল বিল
চলে গেছে গাঙচিল
      কোন অজানায়,
          ফুটে থাকা বনফুল
দেখে হয়েছি ব্যাকুল
      মন ভাবনায়।


          অপলক চেয়ে দেখি
সবুজের মাখামাখি
      মাতাল নেশায়,
          ঘাম ঝরা খালি গায়ে
মাঠে যায় খালি পায়ে
      আবাদি পেশায়।


        অতীতের দিনগুলি
করে আকুলিবিকুলি
      মনের পাতায়,
          সব বদলে গিয়েছে
আঁকা ছবি মুছে গেছে
      জীবন খাতায়।


          রস গুড় পিঠা পুলি
গবাদি পশুর ঠুলি
      হারিয়েছি বেশ,
          শৈশবের খেলাঘর
স্বপন দেখা বাসর
      হলো বুঝি শেষ।