সোনালী গাঁয়ে


আমার মায়ের সোনালী গাঁয়ের
ছবি আঁকা মন মাঝে
ছেলের ঘামের শত জনমের
গোধূলির রাঙা সাঁঝে,
লুটোপুটি খায় মায়ের আঁচল
কলুষিত ঘৃণ্য লাজে
শালীনতা শ্লীল অশিষ্ট অশ্লীল
নোংরা সর্বত্র বিরাজে।
মায়ের আদরে দুঃখিনী উদরে
দানাপানি জুটে যেত
প্রতিবেশী এসে ঘরে যেতে বসে
ভাগাভাগি করে খেত,
কেহ খালি মুখে অভাবে অসুখে
ফিরেনি আঙ্গিনা থেকে
ফসল আবাদ কুশল সংবাদ
দেয়া নেয়া হতো ডেকে।
মিডিয়া সুবাদে গাঁয়ের আবাদে
ব্যাবর্তন কত শত
ছিঁড়েছে লাগাম বেড়েছে অকাম
ব্যভিচারে নয় নত,
ছিল যে রক্ষক আজ সে ভক্ষক
সকল ক্ষেত্রে দুর্নীতি
কোথাকার পানি গড়ায় কোথায়
হবে কি কারো সুমতি।