সময়ের নীড়ে ব্যাকুলতা ভিড়ে
হতে হয় দ্রাবিড়
করমে নিবিড় করে বিড় বিড়
ঝুলিয়েছে আপীড়।
কৌতুহলী কাজ কত সজ্জা-সাজ
দূর হয়েছে লাজ
কোথা যাই আজ শুধুই তোয়াজ
নতুন রেওয়াজ।
এমনি আকাম প্রকাশ্যে ইনাম
চলে অবিরাম
হবে ব্যবস্হা রেখেছি আস্হা
নিয়েছে প্রণাম।
এতো তোষামোদ আমোদ প্রমোদ
চাওয়া একটাই
জেবের চাহিদা মেটাতে সে ক্ষুধা
মানুষে পারে নাই।
যতটুকু দেখি দিয়ে উঁকি ঝুঁকি
সুমুখে দেখি মেকি
অযাচিত ভাবে স্বার্থ ভাবসাবে
খোলা নয় খিড়কি।