ছন্দের  এমনি ধন্দ  নহে  তাহা মন্দ
     কবিতা নহে জন্মান্ধ থাকে কিছু দ্বন্দ্ব।
           কবিতাতে নেই ছন্দ কাব্যে নিরানন্দ
                 সকল কাব্যে ছন্দের ভীষণ সম্মন্ধ।
  
প্রেমিক রসিক  জনে  হয়  সদানন্দ
     গঙ্গার স্বর্গীয় রূপে  সে অলকানন্দ।
           কবিতায়  ছন্দ  আহা  কি পরমানন্দ
                 মুগ্ধ পাঠে কাব্য কথা সর্বদা আনন্দ।


রসে ভরা ছন্দ নিয়ে  কাব্যে মহানন্দ
     কাব্য পাঠে ছন্দ দেয় মনের আনন্দ।
           আপনার  মন-মাত  কবিতার   ছন্দ
                 কবিতার  রঙ্গে ঢঙে  বিশেষ আনন্দ।


গদ্য কাব্যতে সর্বদা  দরকার  ছন্দ
     ছন্দের অভাবের এ ধন্দে কাব্য অন্ধ।
            আমার কপাল মন্দ জানিনে সে ছন্দ
                 কবিতার বেলাটিতে হয়ে থাকি অন্ধ।