হারিয়েছি পাহাড়ের সুউচ্চ চুড়াতে
দেহ ঘেঁষে মেঘমালা এভাবে উড়াতে,
উড়ে যায় দেহ মন মেঘের ভেলাতে
ফিরবো না আজ এই পড়ন্ত বেলাতে।


দিগন্তের প্রান্ত জুড়ে অতৃপ্ত সৌরভ
উঁচু উঁচু শির তুলে ছড়ানো গৌরব,
প্রাণহীন জড়তায় বিস্তৃত নিষ্প্রভ
আপন গরিমা বলে প্রদীপ্ত সুপ্রভ।


গর্বিত উন্নত শিরে মনের গভীরে
দর্পিত দাম্ভিক দৃপ্ত বীরত্ব প্রবীরে।
কঠিন শিলায় মোড়া দিগন্ত বিস্তৃত
কালের কাঠগড়ায় হয়নি বিস্মৃত।


তুহিন তুষারে ঢাকা কঠিন পাহাড়
সবুজে ঘেরা বনানী হয়েছে সাবাড়,
নিঃশ্বাস যেন নিঃশেষ হবার যোগাড়
ঘনীভূত মেঘমালা জড়িয়ে অসাড়।