আলোর মেলায় কাছে থেকে ভয় রাহুর গ্রাস দেখি
মলিন ক্রুর হৃদয় নিষ্ঠুর কি ভাবে সে কথা লেখি।
সমুখে যখন মিথ্যার মাখন প্রকাশ্যে শোভা পায়
যায় না লিখন যখন তখন হুমকি পিছনে ধায়।


হজম বর্ধন হজমি ইন্ধন উপরের থেকে আসে
দুঃখিনী মায়ের কলিজা চিবিয়ে ঢেকুরে তৃপ্তি ভাসে।
এমনি আরক করে তদারক পাচক পাচন বুঝে
ভোগের কারণে উদর পুরণে অগতির সাথে জুঝে।


শুষিছে রুধির হয়েছে আমির রাতারাতি কারবার
ডাঙ্গার কুমির সদর্পে জাহির নাই কেহ দেখিবার।
লোভের বহর সকল জহর নিজের ভোগের জন্য
জীবন লহর করে না ঠাহর আত্মসাতে হয় হন্য।


নিথর নাকাল হয়ে আজকাল পথচলা বেসামাল
অকালে আকাল সকাল বিকাল জীবনটা পয়মাল।
মাটির গন্ধ তাতে আনন্দ শিথান মাটিতে রাখি
চোখেতে অন্ধ করি নিবন্ধ মাটির নিদানে থাকি।