রাস্তায় ছিল দাঁড়িয়ে হাতটি দিল বাড়িয়ে
বলে গেল কিছু কথা, ভেবেছি কেন অযথা
        হয়রানি হতে হয়,
                  তখন হলো না আর শোনার সময়।
চলছিল ঠিক ঠাক ভুলে মানবিক ডাক
পাষণ্ড হয়েছি যেন, এই ভুল হলো কেন
        ভুল করে কেন হয়,
                 বড় চিন্তার বিষয় এ-তো ঠিক নয়।।


পার হলো কিছুদিন স্মৃতি হয়েছে মলিন
বাড়ানো হাতটি ধরে, বাড়ির ছেলেটা ঘুরে
        ধরে এনে সাথে করে,
                 জায়গা দিয়েছে তার আপনার ঘরে।
নিজেকে বুঝাতে আজ পেয়ে যাই ভারি লাজ
নিজে তো পারিনি যাহা, ছেলেটি পেরেছে তাহা
        হৃদয়ের অভ্যন্তরে,
                 অপারগতার ব্যথা কুরে কুরে মরে।।


বুক ফেটে এলো জল কোথায় পেয়েছে বল
ভেদাভেদ ভুলে গিয়ে, মানবিক শিক্ষা নিয়ে
        বাইরের আবরণ
                ভুলে যেয়ে, কাছে টেনে করেছে বরণ।
আমরা পারি না কেন নির্লজ্জ মনটা যেন
ভেদাভেদ করি শুধু, ভালো কাজে দেখি ধুধু
         দৃষ্ট হয়নি এখনো,
                       মানবিক চরিত্রের হয়েছে হরণ।।