নদীর কিনারে বসা
         গোধূলির রঙ খসা
      চকিত চমকে উতলা,
মাধুরী মিলিয়ে যায়
         আলো ছায়া আঙিনায়
      প্রকৃতি সৌরভে সুজলা।


মুকুল সুবাসে ভাসে
         গগনবিহারী হাসে
      আপন কুলায় বলাকা,
আবির ছড়ানো বেলা
         ভাসানো মেঘের ভেলা
      স্বর্গীয় শ্যামল এলাকা।


সকালের আশা নয়
         নয় আঁধারের ভয়
      নির্মল শীতল ব্যজন,
সুবাসিত হিম হিম
        আসক্তি প্রবণ ঝিম
      কুরিতি করেছি ত্যজন।


তারা ঝরা কালো রাতে
         জোনাকিরা আছে সাথে
      ঝিকিমিকি হাসে ক্রন্দসী,
নিরিবিলি চারিদিক
         ঝলমলে অলৌকিক
      প্রদীপ্ত খুশিতে রোদসী।


নতুনের আগমনে
         পুরানো থাক পিছনে
      সততা ঘিরে হোক ব্রত,
আগত শুভ্র সকাল
              দীর্ঘ হোক আয়ুস্কাল
      প্রততি অন্যায়ে নিরত।