আলো জ্বলে উড়ে চলে ফানুস
         ফুল পাখি কিংবা এই মানুষ
আঁকাবাঁকা পথচলা, রকমারি জীবনে পূর্ণ,
      ভুল পথে চলাচলে বাহন
         প্রচ্ছন্নতা নিয়ে অব-গাহন
অপকারী কারবারে হতে থাকে কলঙ্ক তূর্ণ।


      কত কাল এই পথে এভাবে
         চলাফেরা ক্ষতিকর প্রভাবে
আঁধারের পথে চলে আপনার ধ্বংসের পত্র,
      নিয়মের বেড়াজালে আটকা
         ভেসে উঠে মনে কতো খটকা
অনাচারে ডুবে থেকে ভুল পথে ধরে অরিত্র।


      জীবনের গতিপথ বদলে
         বিবেকের তাড়নায় চললে
দিশা খুঁজে পাওয়ার পথ নয় এতো বিরল,
      চাহিদার নিয়ন্ত্রণ বাড়ালে
       সোজা মনে সততার আড়ালে
প্রশান্তির খেয়া ঘাটে উঠা নামা হয় সরল।