ছায়াঘেরা মায়াভরা গ্রামে ঘুরাফিরা
রোমাঞ্চিত হয়ে উঠে শিরা উপশিরা।
শিশিরের ছোঁয়া পেয়ে চকিত চরণে
শির শির শিহরণ হৃদয় হরণে।


কাশফুল ঘাসফুল রঞ্জিত রঙ্গনে
মনের অজান্তে ডেকে নেয় আলিঙ্গনে।
জনবল মনোবল নাই অকুলন
দেখা দেয় দরিদ্রতা হলে অফলন।


রাঁধুনীর হাতে ছেঁড়া তরি তরকারি
স্বাদে গন্ধে অপরূপ আহা মরি মরি।
পিঠা পুলি হুলা-হুলি আহ্লাদে আমোদে
মজা হয় চারিদিকে বিনোদ প্রমোদে।


হুট করে ছুটে যদি যাও কভূ গ্রামে
সারাদিন পার হবে ভীষণ আরামে।
কেউ যদি সাথে করে গ্রামে নিয়ে যায়
তৃপ্তি খুঁজে পেতে তার লাগে না সময়।


গাছে গাছে ফুল ফল লতা পাতা ঘেরা
গ্রামে আছে তৃপ্তি সারা দুনিয়ার সেরা।
ছায়া ঘেরা ফুর-ফুরা কবিতার মতো
হুট করে গ্রামে যাই কাজ থাক যতো।