ঝিরিঝিরি বায়ু এসে
ধান শীষ নাচে হেসে
        মাঠ ঘাট প্রান্তরে
    আকাশের সিঁড়ি হয়ে
মেঘমালা যায় বয়ে
          দিগন্ত অভ্যন্তরে।
    যতদূরে চোখ যায়
ঢেউ খেলে মৃদু বায়
          শষ্য শ্যামল কান্তি
    সুদিনের আশা নিয়ে
চেয়ে চেয়ে দেখা দৃশ্যে
          প্রাণ মনের শান্তি।
    পালা করে কাজ করে
মাঠ ঘাট যায় ভরে
          ফসলে তৃপ্ত মন
    সময়ের সাথে সাথে
আশা নিয়ে দিন রাতে
          তুষ্ট এমনি ক্ষণ।
    পিঠা পুলি আয়োজন
ঘর সারা প্রয়োজন
          দুমুঠো অন্নে তৃপ্তি
    সুখের দীপিকা জ্বালা
খুশি ভরা চারচালা
          সংসারে জ্বলে দীপ্তি।
    ছোটখাটো আশা করে
অভাবের পরিবারে
          অল্পতে থাকে তুষ্টি
    বিধাতার দরবারে
শুকরিয়া অনাহারে
          দিন গেলে সন্তুষ্টি।