নিপুন সৃষ্টি করুণা দৃষ্টি এতো কিছুর অবদান
ঐশ্বর্য ধন মান সম্মান বিশ্বে তোমারি দান
তোমারি সকাশে সবটুকু শুকরাণ,
চির অম্লান অক্ষয়
প্রিয় প্রভু দয়াময়।


অদৃষ্টে দোষ হিংসা-বিদ্বেষ ভয়ে ভয়ে শুধু মরি
সুন্দর সবি সৃষ্টির রবি সর্বদা তোমায় স্মরি
কায়মনোবাক্যে প্রশংসা সব তোমারি,
কাঙাল দাঁড়িয়ে দারে
ক্ষমা করে দাও তারে।


সান্নিধ্য আশে প্রতি নিঃশ্বাসে রেখেছি নিজ বিশ্বাসে
প্রার্থনা ভক্তি সব আসক্তি প্রতিতী আস্থা আশ্বাসে
নিরবিচ্ছিন্ন প্রচেষ্টা প্রতিটি প্রশ্বাসে,
রাখোনি দুয়ার রুদ্ধ
অনন্ত দয়ায় ঋদ্ধ।


শ্রান্ত নাকাল নিঃস্ব কাঙাল প্রার্থনা ভান্ডারে রিক্ত
ভুবন তৃপ্ত জেল্লায় দীপ্ত অনন্ত দয়ায় সিক্ত
তব দুয়ারে করুণা ভিক্ষায় নিযুক্ত,
শান্তি তোমায় স্মরিয়া
ওগো দয়ার দরিয়া।