নয়ন মুদিয়া দেখি কত কিছু লেখি
        জীবনের কথা সেথা
                   খুলে দেয় আঁখি,
        প্রশ্ন জাগে মুখোমুখি।


আঁধারের মাঝে বসে ভাবি অবশেষে
        কতটুকু প্রয়োজন
                      জীবনের শেষে,
        জীবন কি উদ্দেশ্যে।


সময়ের তোড় জোড়ে প্রয়োজন বাড়ে
        সব ছেড়ে যেতে হয়
                     কে কাহারে ছাড়ে,
        ভাবনায় মন কাড়ে।


চোখের পলকে হায় বদলায়ে যায়
        চেয়ে দেখি অসহায়
                      হয়ে নিরুপায়,
        জীবন থেকে হারায়।


মনে করি হয় নাই আরো কিছু চাই
        চাহিদার শেষ কোথা
                      কি করে বুঝাই,
        সান্তনা কোথায় পাই।


পার হয়ে যায় বেলা নিয়তির ভেলা
        হিসেবের খাতা খোলা
                       বহিব একেলা,
        এমন সব ঝামেলা।


নিরিবিলি বসে ভাবি পড়ে রবে সবি
        নিভৃতে দেখতে পাই
                         জগতের ছবি,
        জীবনের অস্তরবি।
           ~~~   ~~~