ঝিম ঝিম করে বেদনা গহ্বরে
ডুবে দেখি কত হতাশা
বুঝানো যায় না এমনি যাতনা
দেখে মনে হয় তমশা।
শেষ হলে বেলা শেষ হয় খেলা
থেকে যায় কিছু ঝামেলা
ঝলসানো তারা মনে রাখে যারা
মন মাঝে হয় একেলা।
অঝোর ধারায় বেদনা ঝরায়
সহ্যের সীমা রাখা কষ্ট
পার হতে চায় নিজ প্রচেষ্টায়
সব কিছু হয় বিনষ্ট।
বেদনার ঝুড়ি বয়ে চলা বুড়ি
জর্জরিত হয় আঘাতে
প্রতিকার করে ধুঁকে ধুঁকে মরে
সহ্য করা দায় ব্যঘাতে।
কুরে কুরে খায় মন বেদনায়
দুরারোহ জীবন চলা
সবটুকু দায় মাথায় বর্তায়
কিছু আর যায় না বলা।