কিছু মুখ চেয়ে থাকে কিছুর আশায়
        দেখে শুনে কিছু বলা যায় না ভাষায়
              পাওয়ার আকাঙ্ক্ষায়
        সুদিনের প্রতীক্ষায়
কষ্ট পায় না তেমন কারো উপেক্ষায়।


কাঠ ফাটা এই রোদে হেটে যায় একা
        নিয়তির পরাভব যায় কত দেখা
              ওষ্ঠাগত প্রাণে ছুটে
        বাধা বিঘ্ন সব টুটে
কঙ্কালসার শরীরে নাই কিছু পেটে।


গতর খাটানো আয় নিছক উপায়
        ঝড় জল সব কিছু দেহে টেনে যায়
              ন্যায্য মজুরি আশায়
        কত কষ্ট করে যায়
বিধাতা জানেন শুধু কতটুকু পায়।


পথ পানে চেয়ে আছে পেটে নিয়ে ভুখ
        শরম লজ্জায় ঘরে চুপ কিছু মুখ
              পরিবারে নাই সুখ
        আছে অসুখ-বিসুখ
এত কিছু কাঁধে নিয়ে করমে উন্মুখ।


প্রতিবাদী নয় বলে সকলে খাটায়
        অহরহ চোখে পড়ে জীবন ভাটায়
              সর্বদা কষ্টে কাটায়
        দুঃখ ঘুচে না চেষ্টায়
বয়ে চলা শক্তি আছে বুকের পাটায়।


নদী ভেঙ্গে ছুটে এসে শহরের পানে
        বানভাসি হয়ে ঘুরে কপালের টানে
              প্রকৃতির অবদানে
        শহরের অনুদানে
সর্বশান্ত হয়ে গেছে একটু সে জানে।


পরিব্যাপ্ত প্রভাবিত সমাজ পতিতা
        মানুষ হয়েছি তবু নেই মানবতা  
              ঔদ্ধত্যে সেরা অস্মিতা
        আবাল-বৃদ্ধ-বনিতা
চুপ করে সয়ে যায় এসব ঈশিতা।