আনমনে কতো জন  ঘুরে সারাদিন
তাদের মতোই আমি ঘুরেছি সেদিন।
দেখেছি তখন কতো  বৃদ্ধ, অর্বাচীন
কতো  সবল  যুবক,  কর্মঠ  নবীন।


হতাশা অলস পায়ে  চারিদিকে ঘুরে
দিন কাটেনা তাদের ভাগ্য অবিচারে।
মনমরা   বিষণ্ণতা   বিক্ষুব্ধ  অন্তরে
বিচল  চিত্তে প্রশস্ত  হস্ত  অকাতরে।


স্বপ্ন দেখা  মন সেথা  ত্রস্ত  বিচলিত
শহরের   চাকচিক্যে  ঢের  মুখরিত।
আপনারে ভেবে তারা সদা শিহরিত
সুখের  ভাবনাগুলো  যেন সমাহিত।


ভাগ্যের পীড়ন মেনে নেয়া বড় কষ্ট
ক্ষুধার  জ্বালা দুর্দশা  বেদনায় ক্লিষ্ট।  
সংকট  বিপদ  সবি  মানুষের  সৃষ্ট
আশা ভরসা তাদের  নেই অবশিষ্ট।


কষ্টের রোদন দেখে দূরে সরে থাকি
অমানব  আচরণ  কেন  ঢেকে রাখি।
মনুষ্যত্ব হীনতা কে  চুপিসারে  দেখি
হেন অবনতি আজি বলি কারে ডাকি।


    #reza ২৪/০৫-২০২১