গতর খাটা  মানুষটারে
    চিনতে কে - বা পারে।
        বাস করে সে চারিধারে
            চোখে পড়ে না তারে।
প্রতিদিনই ঠকে যে জন
    কষ্ট করে বাঁধে সে মন।
        বাঁধা ধরা একই জীবন
            মরার আগে জ্যান্ত মরণ।


স্বল্প আয়ে চলতে গিয়ে
    অনাহারে দিন কাটিয়ে।
        আশার দিন যায় ফুরিয়ে
            নিঃস্ব আজ সব হারিয়ে।
জীবন পারের এমন খেয়া
    কঠিন তারে বয়ে নেয়া।
        কষ্টের মাঝে পাড়ি দেয়া
            শুকিয়ে যায় আপন হিয়া।


একটু ফিরে দেখি তাদের
    ক্ষতি কি তাতে আমাদের।
        ভাগ্য আজ করুন যাদের
            কেমনে হবে ভালো ওদের।
দাড়াই যদি পাশে আমরা
    অনেক সাহস পাবে তারা।
        ওষ্ঠাগত প্রাণ জীবন মরা
            প্রাণে জোয়ার পাবে ওরা।


#reza ৯/৯-২০১৯