পলক  সেদিকে আর ফেলব না ভেবে
ফিরে এলাম।  মনের দুয়ারে দাঁড়িয়ে
থাকা প্রিয়তমা স্ত্রীকে অযথা নাড়িয়ে
দেখি, কতটুকু আজি অনুমতি দেবে।
সম্মতি হবে না জেনে তোমা থেকে দূরে
যেতে হবে কুণ্ঠা নিয়ে চক্ষু নত করে,
যদি বা অন্তর দাহ  জ্বালাতনে মরে
কোকিলের কুহু ডাক মনকাড়া সুরে।


মোহে আবিষ্ট অন্তরে ঢেউ শুধু বয়
একান্তে ঘুরে দেখার নিমগ্ন প্রতীক্ষা
নিমীলিত হয়ে স্ত্রী-তে নিবিষ্ট এখন।
ভালোলাগা ক্ষণ যেন কুক্ষণ না হয়
দুর্বিনীত প্রতিকূল হাল থেকে, রক্ষা
পাবার আশে উপেক্ষা করেছি তখন।