হৃদয়ের চোখে সন্নিহিত দেখে
খুলেছি হৃদয় দুয়ার
এমন সুন্দর দেখি নাই আর
অপূর্ব রূপের বাহার।
জানিয়াছি তাই দেখিবারে চাই
আপন হৃদয়ের মাঝে
রাখিব অন্তরে দেখিব তাঁহারে
দিবস-রজনী বা সাঁঝে।
রাখিয়া নজরে হৃদয় পিঞ্জরে
প্রভুতেই রহিব নিমগ্ন
নিবিষ্ট মননে তোমার বিহনে
হৃদয় থাকে-না অভগ্ন।
একান্ত মোহিত থেকে অবিরত
প্রিয়জন হয় বিমুগ্ধ
বুকের পাঁজরে সকল ওজরে
সেথা করিব অবরুদ্ধ।
আছাড়ি-পিছাড়ি হৃদয়ের বেড়ি
রাখিব সর্বদা আবদ্ধ
একমাত্র সেথা তুমি আছো যেথা
করিব নজর নিবদ্ধ।
সাঁজাবো সেখানে অক্লান্ত যতনে
মাখায়ে মনের মাধুরী
করিয়া সাবাড় করিব উজাড়  
কাঙাল ক্ষুদ্র অভিযাত্রী।