শান্ত গগনে অশান্ত মেঘ
            তাণ্ডবে করে মাতামাতি
ভাব গম্ভীর ভেঙে চৌচির
         করে দেয় বুঝি রাতারাতি।


উড়ন্ত খগ ছুটন্ত মনে
           আশ্রয় খুঁজে নিরজনে
গরিবের ঘর খুঁটি নড়বড়
            ভীত সন্ত্রস্ত গরজনে।


হৃদয়ের ঝড়ে মন নড়েচড়ে
            অশুভ দিকদারি ইশারা
মন ভাঙা ঢেউ বুঝিবে কি কেউ
            হৃদয় দেয়া সেই ইজারা।


পড়ে সেই ফাঁদে অন্তর কাঁদে
             নিভু নিভু এমনি দেউটি
মন অঙ্গনে এমনি লগনে
            ভাঙনের কবলে বাউটি।


আকাশের তারা নয় দিশেহারা
            মিটি মিটি সারা রাত জ্বলে
স্থির অচল বিস্তর বল
            হৃদয় পোড়ানো কথা বলে।
           ................
শব্দ টিকা: খগ~পাখি; দেউটি~প্রদীপ;