রক্ত চন্দন ভেজানো জলে চন্দ্রমল্লিকার তলে
     কত ছলে বলে কৌশলে প্রেমময় প্রদীপ জ্বলে,
            প্রেমময় বনবীথি
      দোদুল্যমান সারথি,
সুমুখে উড়ন্ত ছুটন্ত শকট প্রেম আস্তাবলে।


ঢাক ঢোল কাসর বাজে মনের মাঝে আচম্বিতে
      সুখের ছোঁয়া হৃদয় নোয়া নতজানু অলক্ষিতে,
            প্রেমাস্পদ মনে ঋত
      হৃদ মাঝে সদা দীপ্ত,
নুয়ে যায় ছুঁয়ে যায় অন্তর একাকী আপনাতে।


রক্তিম তিলক আঁকি সযতনে সুরভিত রাখি
    হৃদয় গভীরে রেখে তৃষ্ণা মেটানো আবিষ্ট আঁখি
            হৃদয়ের আরশিতে
      চাই প্রতিটি মুহূর্তে,
সান্নিধ্য দুয়ার হোক প্রেমে সম্মোহিত মুখো-মুখি।


আসক্ত হৃদয়ে চায় নিবিড় সান্নিধ্যের আধান
      তোমাতেই প্রণত অন্তরের সকল প্রণিধান,
            চাই হৃদয় দুয়ারে
      ভেসে প্রেমের জোয়ারে,
প্রেমের কলঙ্ক অলংকারে লুপ্ত হোক ব্যবধান।