আমার ভাঙ্গা কুঁড়ে ঘরে
সুখ বসত করে
সুখের আশে যাইনি কভু
অন্য কারো ঘরে।
আমি আকাশ দেখি শুয়ে
চাঁদর মুড়ি দিয়ে
সুখের সাথে থাকি ঘরে
যায়নি কেউ নিয়ে।
বাঁশের ভাঙা বেড়া গলে
জোছনা পড়ে ঢলে
দখিনা হাওয়া ঘুরে ফিরে
উত্তরে যায় চলে।
আমি একলা দেখি শুয়ে
থাকে হৃদয় ছুঁয়ে
ভারি নিবিড় করে নেয়
অন্তর থাকে নুয়ে।
এই সুখের সীমা নাই
ঘরটি ভাঙা তাই
পাখি নজর দিয়ে যায়
থাকি একা একাই।
ছোট ভাঙা হৃদ মাঝারে
সুখ বসত করে
তাঁরে রাখি যতন করে
রাখি সুখের তরে।