এক টুকরো প্রবাসী হাসি দেশ বড় ভালোবাসি
      আনাচে কানাচে বন বাদাড়ে যখন
            ছুটে যায় মন বলি ভাগ্যের লিখন,
অশরীরী মনে দেশ দেশান্তরে ঘুরে ফিরে আসি।


দেখি যারে ঘুরে ঘুরে চেনা তারে চেনে না আমারে
      দেউড়ি ধারে খোলা পালানের পরে
            ঢেউ খেলা ধান শীষ উদলা চত্তরে,
গ্রামটির বাড়ী ঘরে কাছে টানে অনেক আদরে।


দখিনার ঝির-ঝিরে বায়ু বয় মন আঙিনায়
      সৌবর্ণ সুরভি মাখা মনের বলয়
            মাঠ পানে টেনে নেয় যাদুর ছোঁয়ায়,
মায়াভরা দেশটায় ঘুরে ফিরে হৃদয় হারায়।


বলাকারা দিশেহারা উড়ে উড়ে যায় কোথা ছুটে
      ভৌতিক আবেশ ভেসে ভেসে আসে মনে
            ঝাউ বনে শন শন শাণিত গুঞ্জনে
ছমছমে শিহরিত দোলনে দেশটা ফুটফুটে।  


লুকোচুরি খেলে যায় মন মাঝে দেশের মায়ায়
      শৈশব কৈশোরে ফেলে আসা বেলাভূমি
               যতন করে হৃদয়  মাঝে রেখে চুমি,
শান্তির ছোঁয়া পেয়ে মন হারায় বটের ছায়ায়।