পীত রাঙা ফুলে পথের দুকুলে মেঠো পথে আবরণ
আমের মুকুলে শাখা দুলে দুলে হাতছানি সারাক্ষণ।
সরিষার ফুল সোনালু জারুল পৌষের মৃদু বায়
পাপড়ি মেলিয়া হেলিয়া দুলিয়া আপ্যায়ন করে যায়।


চেয়ে চেয়ে দেখি ভরে যায় আঁখি দিয়েছে সীমানা মুড়ে
প্রতিবসথের কারিকা রয়েছে সারাটি হৃদয় জুড়ে।
সোনায় মোড়ানো লতায় জড়ানো পরাণ ভরিয়া দেখি
দেশটা এমন ভরে যায় মন ভরে থাকে দুটো আঁখি।


গাঁয়ের দু ধারে নদীর কিনারে টলমল করা জল
দল বেঁধে সব করে কলরব মাছ ধরা কোলাহল।
অনেক দূরের হারানো সুরের সুমধুর গান শুনি
হারানো সময় এই মায়াময় স্বপনের দিন গুনি।


ঘুরে ফিরে চলা মন খুলে বলা সরলতা ভরা দেশ
কিছু কুড়ে ঘর গাঁয়ের ভিতর খোলামেলা পরিবেশ।
ভালোবাসা ঘেরা গাঁয়ের চেহারা আরামের দিনগুলি
ধানের গানের সোনালী প্রাণের প্রিয়তম বুলবুলি।


প্রতিবসথ>পল্লি