বিজয়ের মাসে শত্রুর বিনাশে
স্বাধীনতা এসেছিল,
সারা দেশবাসী বিজয়ের হাসি
সকলেই হেসেছিল।
ঘর দোর ছেড়ে মাঠে ময়দানে
মেতে উঠলো উল্লাসে,
নয়টি মাসের যাতনার শেষে
রেহাই পেলো খালাসে।
নয় মাস ধরে লুকানো পতাকা
সেদিন আকাশে উড়ে,
স্বাধীন বাংলায় শুধু দেখা যায়
মুক্ত বাংলাদেশ জুড়ে।
কলার পাতায় আলতা লাগিয়ে
বানানো সেই পতাকা,
লাল সবুজের পতাকায় বলে
চলো যাই আজ ঢাকা।
নুতন আশায় জাহাজ ভাসায়
ছিল ভীষণ উদ্দাম,
শূন্য তহবিলে শত্রুরা মিলে
লুটে নিয়েছে গুদাম।
আসলো দুর্ভিক্ষ লতা পাতা বৃক্ষ
মরে হলো একাকার
আসেনি সাহায্য গরিব সম্রাজ্য
ছিল না কারো খাবার।
খাবার অভাবে দেশবাসী মরে
বলার মতন নয়
সেই হাহাকার ক্ষুধা মেটাবার
ভাবতেই লাগে ভয়।
শুরু হয়ে গেল পতাকা পকেটে
বাকি ইতিহাস জানা,
পকেট ভরার প্রতিযোগীতায়
রইলো না আর মানা।