জয় নিয়ে হাতে বিজয়ের রাতে
উল্লসিত হয়ে উঠে জাতি
গুলির আঘাত উড়ে গেছে হাত
বিজয় আসেনি রাতারাতি।
দুঃখিনী মায়ের ধর্ষিত বোনের
পাশে দাঁড়াবার কথা যার
আমার দেশের দুঃখী মানুষের
কথা ভুলে যায় বারবার।
হতো অনাচার সেই হানাদার
কতো অত্যাচার অহরহ
সাথে রাজাকার আর পাপাচার
টিকে থাকা ছিল দুর্বিষহ।
জীবনের ভয় বুঝাবার নয়
লুকাবে কোথায় জানা নাই
ভুয়া আশ্বাসের আশ্রয় দিয়েছে
সেদিনের রাজাকার ভাই।
তারাই রক্ষক ছিল যে ভক্ষক
লুণ্ঠন ধর্ষণে থেকে মত্ত
যারা ছিল লিপ্ত কুকর্মে জড়িত
লুটেপুটে বাড়িয়েছে বিত্ত।
হেন জনপদে বিপদে আপদে
লুকিয়ে থাকার অভিজ্ঞতা
বিজয়ের মাসে সেই কথা ভাসে
নীরবে জানায় কৃতজ্ঞতা।
সাহসের সাথে বিপদের রাতে
অনেকেই দিয়েছে আশ্রয়
তুলে দুটি হাত করা মুনাজাত
তাদের হোক কিছু সাশ্রয়।
~~~~~