বাতায়ন খুলে দিয়ে দেখি চেয়ে চেয়ে
      ইশারায় ডাকে মন ইনিয়ে বিনিয়ে
            বৃষ্টিতে ভেজা প্রান্তর
      ভুলিয়ে দেয় অন্তর
ঝরো ঝরো ঝরা জলে ভিজে নেচে-গেয়ে।


বৃষ্টির ঝাপটা এসে যেন ভালোবেসে
      সিক্ত হয় আশেপাশে তৃপ্ত অবশেষে
            ঝরা জলে ধরাতল
      প্রাণোচ্ছলতা প্রবল
তৃপ্তির নয়া আবেশে আনন্দ উন্মেষে।


ভিজে যায় গাছপালা ভিজে যায় মন
      আবেশিত সিক্ত রসে তৃপ্ত সারাক্ষণ
            বারি নিষিক্ত আধান
      পায় প্রাণের সন্ধান
ঠাহরিয়া হয় মন নিছক উন্মন।


ধূসর মেঘের ছটা বৃষ্টি ছিটেফোঁটা
      ঝরে পড়ে ঝর ঝর জল গোটা গোটা
            মনোলোভা মনোময়
      বরিষণে প্রেমময়
ভিজে পুড়ে হয় সব উলটা পালটা।


ধূসর মেঘের রঙে রাঙিয়ে নিজেকে
      ঝরা জল ঝাপটায় বলে ডেকে ডেকে
            ভিজে কিছু মজা নাও
      প্রকৃতির মাঝে যাও
ভেজা মন ভিজে খুশি, ভিজি মন থেকে।