প্রেমময় আবাহনে দাঁড়িয়ে দুয়ারে
      অঞ্জলি বাড়িয়ে রেখে নীরবে সেবারে
            হয়নি বলা তখন
            হৃদয় ছিল উন্মন,
      তরঙ্গ লহরী তোলা মন সরোবরে
ঝাঁকুনি দিয়েছে সেই স্বল্প পরিসরে।


ভাসানো মেঘের ভেলা দিয়ে যায় দোলা
      উলট পালট করে, যায় না-তো ভোলা
            মেঘ বালিকার বেশে
            ধরা দেয় যেন এসে,
      অনুক্ষণ থাকে মন চঞ্চলা উতলা
অধীর অপেক্ষমাণ অবোধ অবলা।


এই রঙ তামাশার খেলা সারাবেলা
      ভুলের ভেলায় ভেসে দুলছো একেলা
            সিক্ত তৃপ্ত ডিঙ্গি নায়
            ভেসে যাব দুজনায়,
      জীবন চলার পথে প্রেমদীপ্ত মেলা
নির্মল গূঢ় প্রেমের অন্তরঙ্গ ভেলা।