তুষার


কোথা থেকে এলো পেঁজা পেঁজা তুলো
হিম শীতল তুলতুলে
ঝিরি ঝিরি ঝরে জগত-টা ভরে
আস্তর দিল যেন ভুলে।


ধোঁয়াশা ধূসর আকাশ আজিকে
ঢাকিয়া দিয়েছে ভুবন
হিমানী তুষার পুরু আবরণে
অসহায় জন জীবন।


তুহিন শীতল আবরণী দিয়ে
ঢেকে আছে দিগন্ত জুড়ে
আব্রু আড়ালে ধরণী লুকিয়ে
সাদা বরফের পাহাড়ে।


নিস্তেজ সকলে অসহ্য ঠাণ্ডায়
জগতের জীবন্ত প্রাণ
নিষ্প্রাণ নির্জীব শ্বেতকায় শুভ্র
ঝরে অজস্র পরিমাণ।